বেতাগী (বরগুনা) সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসৃচির অংশ হিসাবে বরগুনার বেতাগী উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা বিএনপি-র অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর রেলী নিয়ে কতদূর গেলে পুলিশী বাধার সম্মুখীন হয়ে অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক।সদস্য সচিব, গোলাম সরোয়ার রিয়াদ খান, সিনিয়র যুগ্ন আহবায়ক প্রফেসর শাহিন, যুগ্ন আহবায়ক সার্জেন্ট লাভলু, যুগ্ন আহবায়ক আব্দুস সালাম সিদ্দিকী, যুগ্ন আহবায়ক নেছার খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল হক দুলাল, সদস্য সচিব মিজানুর রহমান খান, যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম মল্লিক, মো শাহাদাৎ খান,সভায় সঞ্চালনা করে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মামুন পারভেজ আসাদ।
অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবিরের নেতৃত্বে বেলা ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গনে কেক কেটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফারুক হোসেন খোকন,নুরুল ইসলাম পান্না,মিজানুর রহমান ডব্লিউ প্রমুখ।