মতলব উত্তরে বর্জ্যপাতে ভূষিভূত বসতঘর। ক্ষতির পরিমাণ ১০লাখ টাকা

মতলব উত্তরে বজ্রপাতে ভূষিভূত বসত ঘর।
ক্ষতির পরিমাণ ১০

শহিদুল ইসলাম খোকন : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়িতে বজ্রপাতে ভূষিভূত হয় হাবিব খানের বসত ঘর। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হয়েছে। ১৫ জুন বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সোয়া ৪ টার সময় মতলব উত্তরে প্রবল ঝড়বৃষ্টির হয়। এসময় উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া গ্রামের খান বাড়ির হাবিব উল্লাহ খানের ঘরে হটাৎ বজ্রপাত ভূষিভূত হয়ে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তার পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। বজ্রপাত ভূষিভূত হয়ার সময় বিকট শব্দ শুনে পাশের ঘরে থাকা লোকজন দৌড়ে আত্ম রক্ষা করে। বাড়ির লোকজন ও আশেপাশের লোকজন প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘরে মালিক হাবিব উল্লাহ খান বলেন,ঘরের মধ্যে হটাৎ বিকট শব্দে বজ্রপাত ভূষিভূত হয়। আমরা পাশের ঘরে থাকায় কোন রকমে দৌড়ে আত্ম রক্ষা করেছি। মুহূর্তের মধ্যে আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা ফ্রিজ, আলমারী, খাট, টিভি,সুকেছ,সোফাসহ সকল কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। কম পক্ষে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঐ ঘটনার পর মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *