মতলব উত্তরে সরকারি কর্মকর্তাদের সাথে নুরুল আমিন রুহুল এমপির মতবিনিময়

শহিদুল ইসলাম খোকন : :
মতলব উত্তর উপজেলার উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন চাদঁপুর-২আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি। রবিবার (১৯ জুন) দুপুরে তিনি উপজেলার অডিটোরিয়াম হলরুমে এ মতবিনিময় সভা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য নূরুল আমিন রুহুল এমপি।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন বক্তব্য দেন।

সভায় এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে মধ্যম আয়ের দেশের দিকে। বাংলাদেশ এখন বিশ্ব নন্দিত উন্নয়নের রোল মডেল। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ব ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

তিনি আরও বলেন, প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে সকলের সহযোগিতায় এ অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমি উন্নয়নকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব। এ অঞ্চলকে আমি গড়ে তুলব শান্তিময়, সুন্দর এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *