মহানবী হযরত মুহাম্মদ (সা) কে কটুক্তির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন স্থানে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক কটুক্তির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, মাদানীনগর মাদ্রাসা, চরমোনাইরসহ বিভিন্ন মসজিদের মুসল্লীরা।
শুক্রবার (১০ জুন) দুপুরে জুম’আর নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লীরা স্লোগান দিতে দিতে মিছিল বের করে।
এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের আটি কেন্দ্রীয় জামে মসজিদ চিটাগাংরোডস্থ মিনার মসজিদ,খানকাহ মসজিদ, ও মাদানি নগর মসজিদ মাদ্রাসা থেকে হাজারো মুসুল্লি রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে মিছিলটি ডাচবাংলা ইউটার্ন এলাকায় গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ করা হয়।
এসময় বক্তারা বলেন,আল্লাহর রাসুলকে কেউ অপমান করুক সেটা কোনো মুসলমান বরদাশত করবে না। তবে প্রতিবাদ করতে হবে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে। ইসলাম যে শান্তির ধর্ম সেটাও প্রতিবাদের মধ্যে প্রমাণ রাখতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে এবং নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানাচ্ছি। প্রাণের নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর বিরুদ্ধে কটূক্তি মুসলমান এর মনে আঘাত হেনেছে। ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী রাজনীতি ভারতের সংখ্যালঘুদের জন্য বিপদজনক। মুসলমানদের টার্গেট করে তাদের রাজনীতি নোংরামোর পর্যায়ে চলে গেছে। রাসুল সাঃ এর বিরুদ্ধে এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রাষ্ট্রীয় ভাবে ভারতের প্রতি ধর্মীয় সম্প্রীতির আহবান জানিয়ে বাংলাদেশের নিন্দাপ্রস্তাব জানানোর আহবান জানাই। ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।
তারা আরও বলেন,পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এসময় তারা ভারতীয় সকল পণ্য বর্জনের ডাক দেন এবং জাতীয় সংসদে এর নিন্দা প্রকাশ করার দাবি জানান।ভারতের বিজেপির মুখপাত্রকে ফাঁসির দাবি জানান।