মানব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও
কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে সফল স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় ২৩ মে সোমবার দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্প সহায়ক কেন্দ্র নারায়ণগঞ্জের সম্প্রসারণ কর্মকর্তা নিতাই চন্দ্র গাইন। আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ নিজামউদ্দিন, স্বাস্থ্য বিষয় সচিব কাজী ইমরুল কায়েস, শিক্ষা বিষয়ক সচিব ইফতেশাম, প্রচার ও দপ্তর সচিব আকবর হোসাইন জনি। এ সময় আনন্দ বিনোদনে স্বেচ্ছাসেবক সদস্য ও কর্মীদের নিয়ে মনোরম পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কর্মশালায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেওয়া হয়। মানবিক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জি বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল হক ফজলু, অফিসিয়াল ইমেজ মেম্বার নুসরাত ইসলাম, ফাহমিদা হক ইলা, আমেনা বেগম সোনিয়া, জিএম মোস্তফা, সুবর্ণা সিরাজ, শামীমা আক্তার নিশি, রোকসানা পারভীন পিংকি, লিজা জাহান, বোরহান উদ্দিন শিপন, নাজমা আক্তার ও রিমি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সবাইকে প্রশিক্ষিত হয়ে মানবিক কাজে সক্রিয় ভুমিকা রাখার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *