নিজস্ব প্রতিবেদকঃ-
সততা,ন্যায়-নীতি ও আদর্শ নিয়ে সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপষহীন থেকে জিবনের শেষ দিন পর্যন্ত নবীনগরবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ।
আজ ২৮ মে,শনিবার সকাল ১১ টায় লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ প্রাঙ্গনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি উপস্থিত সকল অভিভাবকদের উদ্দেশ্যে বলেন অভিভাবকদের সচেতনতাই শিক্ষার্থীদের সচেতন করে আর সচেতন শিক্ষার্থীরাই সফলতা লাভ করে।তাই তিনি সকল অভিভাবকদেরকে নিজ নিজ সন্তানের প্রতি সুদৃষ্টি রাখার আহবান জানান।তিনি বলেন আজকের এই নবীন শিক্ষার্থীরাই আমাদের আগামীর ভবিষ্যৎ।ওরাই আমাদের সম্পদ।তাই তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।তিনি বলেন লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজটি সকলের দোয়া সহযোগিতায় একদিন দেশের সেরা কলেজ হবে এটাই আমার স্বপ্ন,এটাই আমার অন্যতম কামনা।
শিক্ষায় সমৃদ্ধ,আলোকিত নবীনগর গঠনে তিনি আমৃত্যু কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন অর্থবিত্তের জন্য বা এমপি-মন্ত্রী হওয়ার জন্য আমি রাজনীতি করিনা।মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই আমার রাজনীতির মূল লক্ষ্য।
অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেনঃ
শিবপুর কলেজের সহকারী অধ্যাপক মোঃইকবাল হোসাইন,প্রধান শিক্ষক শাহজাহান কবির,প্রধান শিক্ষক আল আমিন খান,গাজী এখলাছ উদ্দিন পিন্টু,হাফেজ মাওলানা মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদ অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার মানোন্নয়নকল্পে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
সকল বক্তারা বক্তব্যে নবীনগরের শিক্ষা বিস্তারে ব্যারিস্টার জাকির আহাম্মদের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
কলেজের শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক মিলিয়ে প্রায় দেড় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে পুরো কলেজ ক্যাম্পাসটিই এক মিলন মেলায় পরিনত হয়।