‘নিজস্ব সংবাদদাতা ঃসিদ্ধিরগঞ্জে রেন্ট-এ কার থেকে মাসে ২ লাখ টাকা চাঁদাবাজি’ শিরোনামে নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চিটাগাংরোডস্থ রেন্ট-এ কার মালিক সমিতিরি সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন। উক্ত সংবাদে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে সাংবাদিকদের আরো বস্তুনিষ্ঠ হওয়ার দাবিও জানিয়েছেন ফারুক হোসেন।
মো. ফারুক হোসেন জানান, আমার বিরুদ্ধে যেসকল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, হয়রানিমূলক ও বানোয়াট। আমি কোন সরকারি জায়গা দখল করিনি এবং কোন চাঁদাবাজিও নিয়ন্ত্রণে নেইনি, কারও কাছ থেকে চাঁদাও উত্তোলণ করিনা। এছাড়া আমার সাথে কোন মাদক ব্যবসায়ীর সখ্যতা নেই, কোন মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে থানার কর্মকর্তাদের কাছে দেন-দরবার করিনি। আমি বর্তমানে ফারুক রেন্ট-এ কার স্ট্যান্ড সমিতির সাধারণ সম্পাদক, তবে এখানে কোন মাদক ও জুয়ার আড্ডাখানা নেই। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার গাড়িতে পত্রিকার স্টিকার ব্যবহার করি, এছাড়া আর কোন গাড়িতে এমন স্টিকার ব্যবহার হয়না, ছিনতাই-মাদক ব্যবসাতো দুরের কথা।
সুতরাং আমার বিরুদ্ধে যেসকল মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে, এতে কেউ বিভ্রান্ত না হয়ে প্রয়োজনে সুষ্ঠুভাবে তদন্ত করলেই বিষয়টি সম্পর্কে প্রশাসন সহ সংবাদকর্মীরা সত্যতা যাচাই করতে পারবেন। ##