নিজস্ব সংবাদদাতা ঃ
২০০১ সালে ১৬ জুন নারাণয়গঞ্জে শহরের চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহত শহর ছা্ত্রলীগের সভাপতি সাইদুল হাসান বাপ্পী ২১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিতাইগঞ্জে মিলাদ দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুন) বাদ যোহর নিতাইগঞ্জ লোড- আনলোড লেবার ইউনিয়ন এর উদ্যোগে শহীদ বাপ্পির ২১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শহীদ বাপ্পির চাচা হাজী সাদেক হোসেন, হাজী নাসিম হোসেন, শহীদ বাপ্পির ভাই ও ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সাদেক হোসেন,রশিদ সরদার, এনামুল সরদার, নোয়াব সরদার, সাদেক হোসেন,কামাল সরদার,দেলু সরদার,হারুন সরদার, রকিবুল হাসান রিয়ন সহ অত্র এলাকার মুরুব্বি ও গনমান্য ব্যক্তিবর্গ।