বাংলার পত্র ডেক্স ঃ
সিদ্ধিরগঞ্জে সাংবাদিক সোহেল রানার মায়ের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বাদ যোহর সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর নিজ বাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ায় সাংবাদিক সোহেল রানার পরলোকগত পিতা-মাতাসহ তাঁর পরিবারের অনেকের জন্য দোয়া কামনা করা হয়।মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার আত্নীয়স্বজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবন্দ, সাংবাদিকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন পেশায় নিয়োজিত সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।এ সময় সাংবাদিক সোহেল রানা তার বাবা ও মায়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গত শনিবার (২৯ অক্টোবর) সকাল ৭টায় নাসিক ৫নং ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর নিজ বাসায় সাংবাদিক সোহেল রানার মা রোকেয়া বেগম (৭০) ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতিপুতি সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। বাদ যোহর সিদ্ধিরগঞ্জ বাজার আজিবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে মিজমিজি পাইনাদী কেন্দ্র্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়।