সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে চাঁদাবাজ সন্ত্রাসী কর্তৃক জমি দখলের চেষ্টা,বিদ্যুতের মিটারসহ টিনসেট ঘর নিয়ে উধাও।

নিজস্ব প্রতিবেদক ঃ

সিদ্ধিরগঞ্জের জালকুঁড়িতে চাঁদাবাজ সন্ত্রাসী কর্তৃক জমি দখল করতে গিয়ে এক অসহায় নিরীহ নিরপরাধ ব্যাক্তির বিদ্যুতের মিটারসহ টিনসেড ঘর নিয়ে উধাও হয়ে গেছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেছেন এএসআই শওকত। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে জালকুড়ি ঝুটপট্রি এলাকাধীন খিরত আলী মসজিদ সংলগ্ন কালভার্টের উত্তরপার্শ্বে মজিবর খানের বাড়ীতে।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি মৌজার ৮৯৫ নং দাগে ৪.৩৭ শতাংশ সম্পত্তি বিগত ১৪ আগষ্ট একটি অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব এটর্নী দলিল (নং-৬৯৩১) মূলে মালিক হন মজিবর খান। জমির মূল মালিকগন উক্ত জমি মজিবর খানের বরাবর দখল বুঝিয়ে দেয়ার পর সেখানে টিনের ঘর নির্মান করে এবং বিদ্যুতের সংযোগ দিয়ে ভোগ দখলে রয়েছেন। শুক্রবার ভোরে কেউ কিছু বুঝে উঠতে না উঠতেই চাঁদাবাজ ভ’মিদস্যু সন্ত্রাসী সোয়েল,জয়নাল,কামরুল,শফিকুল,হাসান ও সোহেল জোর পূর্বক দখল করার হীন উদ্দেশ্যে মজিবর খানের টিনসেড ঘর ভেঙ্গে এবং বিদ্যুতের মিটারসহ নিয়ে যায়।
অসহায় নিরীহ নিরপরাধ মজিবর খান জানান,আমি টাকা দিয়ে জমি কিনে ঘর নির্মান করে এবং ফল ফলাদীর গাছ লাগিয়ে ভোগ দখলে রয়েছি। অথচ সম্পূর্ন অন্যায় ভাবে আমাকে বেদখল করার পায়তারা চালাচ্ছে। আমি এই আশংকা থেকেই নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় একটি পিটিশন মামলা (নং-৭২০/২২) দায়ের করি। উক্ত মামলায় উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার আদেশ প্রদান করলেও আজ তারা আদালতের আদেশের প্রতি বৃদ্ধাঙ্গলী প্রদশর্ন করেছে যা আদালত অবমাননার শামিল। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আমার পক্ষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার পরিবারকে প্রান নাশসহ জমি থেকে বেদখলের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। আজ আমার ঘরসহ সব কিছুই নিয়ে গেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এস আই শওকত জামিল জানান,মজিবর খান বৈধ ভাবেই উক্ত জমির মালিক হয়ে ভোগ দখলে রয়েছেন। বিবাদীগন মজিবর খানের ভোগদখলীয় সম্পত্তিতে জোড়পূর্বক দখল করার পায়তারা করছে এবং শান্তি ভংগের আশংকা বিদ্যমানের বিষয়টি বিজ্ঞ আদালতে প্রতিবেদন আকারে অবহিত করেছি। আদালতের পরবর্তী নির্দেশনা পেলে অবশ্যই বিবাদীগনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *