নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত (৭০) নামে এক বৃদ্ধা ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জ মাইক্রো স্ট্যান্ডের সামনে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় পরিদর্শন কালে পি বি আই এস আই মফিজুর রহমান জানান অজ্ঞাত ঐ বৃদ্ধার আঙ্গুল ফাটা তাই তার পরিচয় জানা যায়নি।
নিহত অজ্ঞাত বৃদ্ধা নারায়ণগঞ্জের তল্লা এলাকায় তার মেয়ের বাসায় থাকতেন বলে জানিয়েছেন এক পথচারী রবিন।
(ওসি) গোলাম মোস্তফা জানান, অজ্ঞাত বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করতেন। ভিক্ষা করে বাড়ি ফেরার পথে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক বৃদ্ধা ভিক্ষুককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।