সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ তিন ছিনতাইকারী আটক।

নিজস্ব সংবাদদাতা ঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর ) রাতে সিদ্ধিরগঞ্জ আদমজী কদমতলী পুল থেকে তিন ছিনতাইকারী কে আটক করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.ইয়াউর রহমান ।

আটককৃতরা হলো ১।মোহাম্মদ মোহন (১৮)পিতাঃ মোঃ মাসুদ, সাং কদমতলী নয়াপাড়া ছোট মসজিদ থানা সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। ২।মোঃ আরমান (১৯)পিতা মোঃ বাবুল,সাং কদমতলী নয়াপাড়া বড় পুকুরপাড়,থানা সিদ্ধিরগঞ্জ জেলা নারায়ণগঞ্জ। ৩।মোহাম্মদ নেয়ামুল হাসান (১৮)পিতা বুলবুল মিয়া,সাং বাধাতী, থানা কালিগঞ্জ।

এসময় তার কাছ থেকে ৩’টি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এই ছিনতাইকারী চক্রটি সিদ্ধিরগঞ্জের আশপাশে মহাসড়কসহ ইভটিজিং, ছিনতাই, নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে, ২০০২(সংশোধনী ২০১৯)এর(৪-১)৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *