সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা হাজী মনিরের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া

নিজস্ব সংবাদদাতা ঃ

যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা রহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরন করেছে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী মনিরুল ইসলাম (হাজী মনির)। সোমবার (১৫ আগস্ট) সকাল থেকেই সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ড সাজেদা হাসপাতাল সংলগ্ন শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় কোরআন খতম, মিলাদ, দোয়া ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আজীবন সংগ্রামী এই মানুষটি কখনও কোনও জান্তার কাছে নতি স্বীকার করেননি। মানুষের মুক্তির লড়াইয়ে আপসহীন ছিলেন। তিনি স্বপ্ন দেখতেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার। কিন্তু ১৯৭৫ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ও তাদের দেশি-বিদেশি এজেন্টদের ষড়যন্ত্রের কারণে মহান এই নেতাকে সপরিবারে খুন করা হয়।

আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম (হাজী মনির) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুব ও ক্রীয়া বিষয়ক সম্পাদক বি এম আমির হোসেন, থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য রমজান আলী, থানা আওয়ামীলীগের কার্যকরী সদস্য বাদল মেম্বার , ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুস সালাম, আওয়ামী লীগ নেতা ছিদ্দিক মাদবর, থানা আওয়ামীলীগের সদস্য নুর হোসেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর প্রধান, থানা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমানের ছেলে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মাহমুদুর রহমান , নারায়গঞ্জ মহানগর সেচ্ছা সেবক লীগ এর সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক নোমান হোসেন টুটুল, যুবলীগ নেতা আসাদুজ্জামান মিন্টু, শাকিল জিমি, আরিফ হোসেন, মোঃ আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ তুহিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *