বাংলার পত্র
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইকবাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সিকিউরিটি গার্ড জাহাঙ্গীর (৫৫)কে চাকু দিয়ে কুপিয়ে জখম করে কারখানার ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল।
অভিযোগ সূত্রে জানা যায়, ৮/১০ জনের ডাকাত দল বুধবার দিবাগত রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়।
ডাকাত দল গভীর রাতে ইকবাল গ্রুপের বাউন্ডারীর দেওয়াল টপকে কারখানায় প্রবেশ করে সিকিউরিটি জাহাঙ্গীরকে চাকু দিয়ে শরীরে আঘাত করে এবং মুখ চেপে ধরে একটি পিলারের সাথে বেধে রাখে। পরে কারখানার তালা কেটে ক্যাবল ও গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। অন্যান্য সিকিউরিটিরা জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
উক্ত বিষয়ে ইকবাল গ্রুপের ম্যানেজার আবু বক্কর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। যার নং-৫১৬৬
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এস আই হুমায়ুন কবির।
তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির জানায়, ডাকাতির ঘটনার মালামাল উদ্ধার সহ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।