নিজস্ব সংবাদদাতা ঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ওয়াকওয়ে থেকে মো. শাহজাহান (৬০) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নাসিক ৪ নং ওয়ার্ডের সোহরাব ভেজিটেবল অয়েল কারখানা পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর রেললাইন এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। সে এলাকায় মাছের ব্যবসা করতো।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, সন্ধ্যার দিকে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ##