সিদ্ধিরগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্ত ফেসবুক লাইভে অপ-প্রচার, থানায় অভিযোগ


নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে কলেজ পড়ুয়া ছাত্রী আবিদা অনি (১৭) কে মোবাইল ফোনে উত্যক্ত এবং ফেসবুক লাইভে তাকে নিয়ে মিথ্যা অপ-প্রচারের অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনীর হারুনুর রশিদের মেয়ে সানারপাড় রওশন আড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেনীর মানবিক শাখার শিক্ষার্থী আবিদা অনি বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ নং-৩৭২৫।

অভিযুক্তরা হলো, সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের পশ্চিম কলাবাগ সাইলোগেট এলাকার খোকার ছেলে হিমেল (৪২), কোমল (৩২), একই এলাকার সাগর (৩২), আল আমিন (২৩), ইমন (৪৩), ও সাজ্জাদ (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত বখাটে যুবক হিমেল কলেজ ছাত্রীকে নানা ভাবে উত্যক্ত করে আসছে। গত( ২৩ জুলাই) শনিবার দিবাগত রাত ১টায় অভিযুক্ত হিমেল, আল আমিন ও সাজ্জাদ কলেজ ছাত্রীর বাসার দেওয়ালে তার নামে আজে-বাজে কথা লিখে। তারপর গত (২৪ জুলাই) রাত আনুমানিক রাত ৮টায় অভিযুক্ত হিমেল ফেইজবুক লাইভে এসে বলে কলেজ ছাত্রী অনি নাকি হিমেলের কাছ থেকে প্রতিদিন টাকা পয়সা নেয়। হিমেলের সাথে তার অনেক দিনের প্রেমের সম্পর্ক আছে বলে মিথ্যা প্রচার করে এলাকায় তার মান-সম্মান ক্ষুন্ন করে। মোবাইল ফোনে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে বিরক্ত করে এবং অভিযুক্ত কোমল, সাগর ও ইমনের সহযোগিতায় তাকে বাসা বা রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাবে বলে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। অভিযুক্ত হিমেল ওই কলেজ ছাত্রীর সাথে আর এই ধরণের কোন কিছু করবে না বলে অঙ্গীকার নামা দিলেও অভিযুক্তরা সবাই তাকে হয়রানী করছে। এছাড়া তার বাবা হারুনুর রশিদ অভিযুক্ত হিমেলকে মারধর করছে বলে মিথ্যা কথা বলছে এবং তার বাবা একজন বিএনপির সন্ত্রাসী বলে মিথ্যা প্রচার করছে। এছাড়াও অভিযুক্ত হিমেল ও কোমল ওই কলেজ ছাত্রী ও তার পরিবারের নামে মিথ্যা বানোয়াট মামলা দিবে বলে হুমকি প্রদান করছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী কলেজ ছাত্রী আবিদা অনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মির্জা শহিদুল ইসলাম জানান, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *