সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত থানায় জিডি

নিজস্ব সংবাদদাতা ঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোহাগ (২৩) নামে এক যুবকের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৬ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে আজ রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (যার নং-২৮৬) করেন।

অভিযুক্তরা হলেন দ্বীন ইসলাম (১৯), বরকত(২০), সোলায়মান (২১) এবং জাকির হোসেন (৪০)।

ডায়েরীসূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীকে অভিযুক্তরা নির্মমভাবে মারধর জখম করে। হামলার বিষয়ে পুলিশকে কিছু জানালে ভুক্তভোগী প্রাণনাশের হুমকি দেয় তারা।

ভুক্তভোগীর বাবা দেলোয়ার হোসেন বলেন, ২ দিন আগেও অভিযুক্তরা তার ছেলেকে মারধর করে। বিষয়টি স্থানীয় কাউন্সিলর নুর উদ্দীন মিয়াকে জানালে সে বিষয়টি দেখবে বলে জানায়। পরবর্তীতে তারা আবারও তার ছেলের উপর হামলা করে সে থানায় সাধারণ ডায়েরী করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *