সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের কুখ্যাত পরিবহন চাদাঁবাজ এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ও সাত খুনের ফাসিঁর দন্ডপ্রাপ্ত নুর হোসেনের বিশস্ত সহযোগী নাজিম উদ্দিন নাজু বাহিনীর ফের প্রকাশ্য পরিবহন থেকে চাদাঁবাজির অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিন যাবৎ শিমরাইল মোড়ে প্রকাশ্যে লেগুনা থেকে চাঁদা আদায় করছে নাজু বাহিনী। ভূয়া লেগুনা মালিক সমিতি গঠন করে চলছে চাঁদাবাজি। চাঁদা না দিলে চালকদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে লেগুনা মালিক ও চালকদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন লেগুনা মালিকরা।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত দেড় শতাধিক লেগুনা চলাচল করছে। শিমরাইল এক্সপ্রেস লিমিটেড (এস,ই,এল) নামক কোম্পানির ব্যানারে দীর্ঘদিন ধরে চলছে লেগুনাগুলো। এত দিন এসব লেগুনা থেকে কেহ চাঁদা নিতনা। গত দুইদিন ধরে প্রতি গাড়ি থেকে দুইশত টাকা গড়ে চাঁদা আদায় করা হচ্ছে একটি ভূয়া লেগুনা মালিক সমিতির নামে।
পরিবহন শ্রমিকদের অভিযোগে জানাযায়, নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি’র সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের এক সময়ের সহযোগী বিএনপি ছেড়ে আওয়ামীলীগে যোগ দেওয়া কুখ্যাত পরিবহন চাদাঁবাজ সাত খুনের ফাসিঁর দন্ডপ্রাপ্ত নুর হোসেনের বিশস্ত সহযোগী সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী নাজিম উদ্দিন নাজু সভাপতি ও যাত্রাবাড়ীর দেলু সাধারণ সম্পাদক হয়ে ২১ সদস্যের একটি কমিটি গঠন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চালক বলেন, শনিবার সকালে শিমরাইল মোড় আহসান উল্লাহ সুপার মার্কেটের সামনে আমার কাছে দুইশত টাকা চাঁদা দাবি করে জুয়েল রানা, ইাদ্রস, করিম, শাহিনসহ ১০/১৫ জন। কিশের চাঁদা জানতে চাইলে তারা বলে মালিক সমিতির কথা। চাঁদা দিতে অস্বীকার করায় আমাকে তারা মারধর করে।
এ বিষয়ে শিমরাইল এক্সপ্রেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান পরশ বলেন, আমার ব্যানারে কোন চাঁদাবাজি হয়না। লেগুনা মালিক সমিতির নতুন কোন কমিটি গঠন বিষয়ে আমি কিছু জানিনা। যারা চাঁদা আদায় করছে তারা কিশের বলে গাড়িপ্রতি দুইশ টাকা নিচ্ছে আমি বলতে পারবনা। জানতে চাইলে নাজিম উদ্দিন নাজু বলেন, আগের কমিটি বিলপ্তু করে উপর মহল থেকে আমাকে সভাপতি করে নতুন কমিটি করা হয়েছে। কমিটির কোন লোক চাঁদাবাজি করেনা। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, লেগুনা থেকে চাঁদা আদায়ের বিষয়টি আমার জানা নেই। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।