সিদ্ধিরগঞ্জে কেজিতে ১৫০ টাকা কমে মিলছে গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক ঃ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড হাজী আহসানউল্লাহ সুপার মার্কেটে ৬০০টাকা কেজিতে গরুর মাংস বিক্রি চলমান রেখেছেন জালাল উদ্দিনওরফে ঝালু কসাই। এবার ঈদে অন্তত ১০ থেকে ১৫টি গরু জবাই করে মানুষকে কম দামে মাংস খাওয়ানোর ইচ্ছে রয়েছে তার।

বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এমন উদ্যোগ নিয়েছেন এ মাংস বিক্রেতা।
মঙ্গলবার (১৪ নভেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড স্ট্যান্ড মোড় এলাকায় ঝালু কসাইয়ের ‘বিসমিল্লাহ গোশত বিতান’ নামক দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ে।

বিগত এক বছর ধরে অতি মুনাফালোভীদের ভিড়ে কম দামে মাংস বিক্রি করে মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন ঝালু কসাই। যেখানে রমজানের আগে থেকেই শহরের বিভিন্ন বাজারে গরুর মাংস ৭০০ থেকে ৭৫০টাকায় কেজি দরে বিক্রি শুরু হয়, সেখানে তিনি ৬০০টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে সারাদেশে হৈচৈ ফেলে দিয়েছেন।

টিসিবি কিংবা বেসরকারি কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়, মানবিকতার এমন এক নজির গড়েছেন স্বয়ং সিদ্ধিরগঞ্জের ঝালু কসাই। সম্প্রতি বিষয়টি সংবাদমাধ্যম, লোকমুখে এবং ফেসবুকে ছড়িয়ে পড়ায়, এখন ভোর থেকে দুপুর পর্যন্ত ভিড় থাকছে তার দোকানে।l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *