সিদ্ধিরগঞ্জ বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে মোহাম্মদ জুম্মন (২২) নামে আত্মহত্যা করেছেন এক যুবক।
১৩ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এস আই দেবাশীষ কুন্ড ।
নিহত মোঃ জুম্মন সিদ্ধিরগঞ্জের তাজুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া।
মোঃ জুম্মন এর দেশের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ছোট লগুনাথপুর শাহলম আকন্ এর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি হেলপার ছিলেন।
মোঃ জুম্মন এর বোনজামাই আলামিন জানান, আমার শালক মোঃ জুম্মন কয়েক মাস আগে বউয়ের সাথে সাংসারিক বিভিন্ন বিষয়দি নিয়া হতাশাগ্রস্থ ছিল। বুধবার সন্ধ্যায় ৭ টার সময় আমি সংবাদ পাই আমার শালক মোঃ জুম্মন গলায় ফাঁস দিয়েছে। সংবাদ পেয়ে দ্রুত আমার বাড়িতে যাই এবং দেখিতে পাই আমার শালক তার বসত ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলতেছে। পরে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, সন্ধ্যার দিকে নিহতের মরদেহ সিদ্ধিরগঞ্জ থানায় আনা হলে৷ কি কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনও জানা যায় নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।