নিজস্ব সংবাদদাতা ঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি ১ নং ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া দিনমজুর জাহাঙ্গীর (৫৫) ছেলে মোহাম্মদ মেহেদী (১০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (১৫ মে)সকাল ৯টা বাজে নিহতের বড় ভাই লাশ নামায় পরে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পেরন করে পুলিশ।

নিহত মেহেদির বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সাতব দনপুর গ্রামে।
এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মশিউর রহমান পিপিএম বার, সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত হাফিজুর রহমান মানিক, এসআই রিপন উপস্থিত ছিলেন । সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর বলেন যেহেতু নিহত মেহেদীর বয়স অনেক কম এখন পর্যন্ত মুসলমানি করানো হয়নি কেনো সে এই বয়সেই আত্মহত্যা করবেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে সঠিক বিষয়টি জানা যাবে।