সিদ্ধিরগঞ্জ বসত ঘরের বাশের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস দিয়ে মোহাম্মদ রকিবুল হাসান (১৭) যুবক আত্মহত্যা করেছেন।
৮ অক্টোবর রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এস আই সালেকুজ্জামান ।
নিহত মোঃ রকিবুল হাসান সিদ্ধিরগঞ্জের দক্ষিণআজিবপুর সাইলোর পাশে সরকারি জায়গায় থাকতো।
মোঃ রকিবুল হাসান এর দেশের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার পূর্ব রানীপুর মৃত খলিলুর রহমানের এর ছেলে। তিনি পেশায় একজন ইজি বাইক চালক ছিলেন।
মোঃ রকিবুল হাসান বড় বোন শারমিন জানান, আমার ছোট ভাই মোঃ রকিবুল হাসান কয়েক মাস আগে ইজিবাইক চালাতে গিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে ডান পা টি ভেঙে যায়, পরে টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় পায়ের ব্যথায় বিভিন্ন বিষয়দি নিয়া হতাশাগ্রস্থ ছিল। রবিবার সকালে ৮ টার সময় বাসের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, সকালের দিকে নিহতের মরদেহ সিদ্ধিরগঞ্জ থানায় আনা হলে৷ কি কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনও জানা যায় নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।