সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (১৪ নভেম্বর) রাতে মিজমিজি চৌধুরী পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রাসেল (২৭) ও (২) সাগর (২৮)।
পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান এবং ইলিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তারা সক্রিয় মাদক কারবারি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হবে।