সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের প্রার্থী তালিকায় সিরাজ মন্ডলের সুযোগ্য সন্তান

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জের নাসিক ৪.৫ ও ৬নং ওয়ার্ডের নারায়ণগঞ্জ মহানগরের আওয়াতাধীন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে ৬নং ওয়ার্ডেও সাধারন সম্পাদক পদে প্রার্থী তালিকায় উঠে এসেছে নাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সুযোগ্য সন্তান মোঃ তৌহিদুল ইসলাম বিশাল এর নাম। এছাড়াও অত্র এলাকার মরহুম আমানুল হকের ছেলে মোঃ আল আমিন আকাশের নাম উঠে এসেছে সভাপতির তালিকায়।
নারায়ণগঞ্জ মহানগরের আওয়াতাধীন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সিদ্ধিরগঞ্জ থানার ত্রি বার্ষিক সম্মেলন কে কেন্দ্র করে সংগঠনটিকে শক্তিশালী করার জন্য ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করে কমিটি করার নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ১০ টি ওয়ার্ডকে তিন ভাবে বিভক্ত করে ত্রি বার্ষিক সম্মেলন করা হচ্ছে। তার ধারাবাহিকতায় এর পুর্বে নাসিক ১.২ ও ৩, ৭.৮ ও ৯ নং ওয়ার্ডে ত্রি বার্ষিক সম্মেলন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে নাসিক ৬নং ওয়ার্ডে ৪.৫ও ৬নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সিদ্ধিরগঞ্জ থানার ত্রি বার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে। এ সম্মেলনে সম্ভাব্য তিন টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক দের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় উঠে এসেছে নাসিক ৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের সুযোগ্য সন্তান মোঃ তৌহিদুল ইসলাম বিশাল এর নামও অত্র এলাকার মরহুম আমানুল হকের ছেলে মোঃ আল আমিন আকাশের নাম ।
জানায়ায়, গত জাতীয় সংসদ ও নাসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে সিরাজুল ইসলাম মন্ডলের সুযোগ্য সন্তান মোঃ তৌহিদুল ইসলাম বিশাল ও মরহুম আমিনুল হকের ছেলে আল আমিন আকাশ সক্রিয় ভুমিকা পালন করেছে। এছাড়াও দলের কোন পদে না থেকেও বিভিন্ন সময়ে দলের কার্যক্রমে সক্রিয় ভুমিকা পালন করে আসছে তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *