সিদ্ধিরগঞ্জে পুলিশের উপর হামলা

মোঃ ফারুক হোসেন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব এনায়েতনগর এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১৮ থেকে বিশ রাউন্ড গুলি চালিয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জের পূর্ব এনায়েতনগরের ডিএনডি খালপাড় এলাকায় নীট কনসার্ন প্রিন্ট কারখানার সামনে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এক দল যুবক পুলিশকে ইট-পাটকেল ও ককটেল মারতে শুরু করে। পরে পুলিশ পাল্টা গুলি ছুড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। লোকজন ভয়ে রাস্তার পাশের দোকান-পাট বন্ধ করে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান জানান, সন্ধ্যার পর মাদক বিরোধী অভিযান পরিচালনা করি, পরে মাঠের মধ্যে অন্ধকারে কিছু লোক বসে থাকতে দেখে সেখানে আমরা যাই। আমাদের দেখে উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল মারতে শুরু করে। এক পর্যায়ে ককটল বিষ্ফোরণ করে লাঠিশোটা নিয়ে এগিয়ে আসলে আমরা আত্মরক্ষার্থে গুলি করি। এতে ১৮ থেকে বিশ রাউন্ড রাবার বুলেট খরচ হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *