সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো এক মামলা, এজাহারনামীয় সহ আসামি৩৫০ বিহারী নারী পুরুষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোমবার পুলিশের হামলার ঘটনায় আরো একটি মামলা হয়েছে। মঙ্গলবার (১৪জুন) বিকেলে এই মামলাটি দায়ের করা হয়। এই মামলার এজাহার নামীয় ৪৯ জন এবং অজ্ঞাত আরো ৩শত বিহারি নারী পুরুষকে আসামি করা হয়। তবে নতুন এই মামলায় কোন আসামি গ্রেফতার করেনি পুলিশ। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানায়, সোমবার পুলিশের পুলিশের কর্তব্য কাজে বাঁধা দান এবং হামলার ঘটনায় আরো একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মামলাটি করা হয়। এতে এজাহার নামীয় এবং অজ্ঞাতসহ মোট আসামি দুশত বিহারি নারি পুরুষ। এখনো পর্যন্ত কোন আসামি আটক নাই। তাদের আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য শুক্রবার (১০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সৈয়দ আজিজুল হক আদমজী বিহারী কলোনি এলাকার একটি মসজিদে হামলার শিকার হোন। এসময় তাকে রক্ষা করতে গিয়ে মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদীন এবং সাংবাদিক বিল্লাল হোসেন রবিন আহত হোন। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০/১২৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করে। রবিবার (১২ জুন) রাতে পুলিশ আদমজী বিহারি কলোনিতে অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করে। পুলিশের এই গ্রেফতারের প্রতিবাদে সোমবার (১৩ জুন) সকাল থেকে আদমজী-চাষারা সড়ক অবরোধ করে রাখে বিহারি কলোনির বাসিন্দারা। এ সড়কের আদমজী কদমতলী পুল এলাকায় রাস্তায় বেরিকেট দিয়ে অবস্থান নিয়ে গ্রেফতারকৃতদের ছেড়ে দিতে স্লোগান দিতে থাকে। সকাল ৯টায় এসে উপস্থিত হয় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মো. আমির খসরু। তিনি বিক্ষোভকারিদের সাথে কথা বলার এক পর্যায়ে তাদের মধ্য থেকে অতর্কীতভাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় পুলিশ বিক্ষোভকারিদের ছত্রভংগ করতে প্রায় অর্ধশতাধিক টিয়ারশেল ও কয়েকশ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। এরপরে প্রায় ঘন্টাব্যাপী পুলিশ ও বিহারিদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *