সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে একজনের মৃত্যু।

নিজস্ব সংবাদদাতা ঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ‘ছুরিকাঘাতে ইমন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ইমনের বন্ধু জয় আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় মশিউর নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন আদর্শনগর এলাকার মো. শাহআলমের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, ‘নিহত ইমন ও হামলাকারী রাসেল দুজন বন্ধু ছিলেন। রাসেল দিন দিন বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ায় ইমন তাকে এড়িয়ে চলতেন। তাই রাসেল তার গ্যাংয়ের ৮-১০ জন সদস্য নিয়ে বুধবার সকালে ইমনকে তুলে নিয়ে মারধর করে। পরবর্তীতে রাতে ইমন ও জয় একসাথে যাওয়ার সময় রাসেল ও তার সহযোগীরা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এসময় ইমন ও জয়কে ছুরিকাঘাত করা হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।’ অপর দিকে জয় আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তার বোন ফারজানা।

তবে নিহত ইমনের মা মোছা. শাহিনুর বেগম বলেন, ‘আমরা জানতে পারি সিদ্ধিরগঞ্জ মাদানী নগর এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেছ। ঘটনাস্থলে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তাদের ঢাকা মেডিকেলে আনলে ইমন মারা যায়।

রাসেল, রাজু, স্বপন, আব্দূল খলিল, মো. ইয়াসিন, রাজিব, বিজয় এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি নিহত ও আহতের পরিবারের।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলার পত্র কে বলেন, ‘ পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাতে নাসিক ৩নং ওয়ার্ডের বাগমাড়া আদর্শনগর এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এঘটনায় ইমন নামে একজন নিহত হয়। জয় নামে আরেকজন আহত হয়। আমরা মশিউর রহমান নামে একজনকে এ ঘটনায় আটক করেছি। আইনগত ব্যবস্থা পক্রিয়াধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *