সিদ্ধিরগঞ্জে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্দ্যোগে জাতীয় বীমা দিবস উদযাপন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর এফ.পি.আর সেন্টারের উদ্যোগে জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার  সিদ্ধিরগঞ্জ পুলস্থ এস এম টাওয়ার প্রাঙ্গন থেকে র‌্যালি শুরু হয়ে নারায়ণগঞ্জ-আদমজী সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ‘আমার জীবন, আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ’ এই শ্লোগানকে ধারণ করে অফিস মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত করেন,প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সিদ্ধিরগঞ্জ এফ.পি.আর সেন্টারের  ইনচার্জ ও এরিয়া ম্যানেজার মাহবুবা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সিদ্ধিরগঞ্জ এফ.পি.আর সেন্টারের জি এম মোঃ জনি মিয়া, জি.এম মোসলেহ উদ্দিন, ডি.জি.এম রাকিবুল ইসলাম , এজিএম মোঃ হানিফ, এজিএম নারগিছ,হিসাব রক্ষক আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি নাসিক ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, আমি যখন জন প্রতিনিধি হিসেবে থাকবনা তখন বীমা কোম্পানীর সাথে জড়িত হয়ে জনগণের পাশে থেকে তাদের সেবায় নিজেকে আত্ম নিয়োগ করব। তিনি আরো বলেন, বীমা কোম্পানীর অনেক মাঠকর্মী গ্রাহকের টাকা নিয়ে তা যথাযথ ভাবে জমা করেন না, এধরনের অভিযোগ আমাদের কাছে প্রায়ই আসে। এমন হলে বীমা কোম্পানীর সুনাম বৃদ্ধির পরিবর্তে দুর্নাম হবে। এসব ক্ষতিকর কোন কাজ যেন না হয়, তাহলেই আজকের এই বীমা দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে বলে তিনি মনে করনে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর সিদ্ধিরগঞ্জ এফ.পি.আর সেন্টারের  ইনচার্জ ও এরিয়া ম্যানেজার মাহবুবা আক্তার সভাপতির বক্তৃতায় বলেন,সরকার ঘোষিত জাতীয় বীমা দিবসের কর্মসূচি পালনে যারা অংশ গ্রহন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *