সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মোঃ রোমান (৩৪) কে অভিযুক্ত করে রোববার (১৪ আগস্ট) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (যার নং- ২৮) দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ রোমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মৃত অহিদুল্লার ছেলে।

মামলাসূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে গ্রেফতারকৃত আসামির বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করাকালীন সময়ে বিগত ৫ বছর যাবৎ প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের এক পর্যায়ে আসামি তাকে বিয়ে করবে বলে বিভিন্ন সময় তার ভাড়াটিয়া বাসায় এসে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। গত ১২ আগস্ট রাতে আসামি রোমান পাঠানটুলী এলাকার নীট কনসার্ন গার্মেন্টসের পিছনে তার ভাড়া বাসায় এসে আবারো ভুক্তভোগীকে ধর্ষণ করে।

ভুক্তভোগী রোমানকে বিয়ের কথা বললে সে তাকে বিয়ে করবে না বলে জানায় এবং যদি পুনরায় সে বিয়ের কথা বলে তাহলে তাকে খুন করবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মশিউর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *