নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ৫নং ওয়ার্ড যুব মহিলালীগ নেত্রী রুনা আজাদের উদ্যোগে,ও মোঃ হামিদুল ইসলাম জয় এর সঞ্চালনায়,এডভোকেট খোকন সাহার শারীরিক সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয় ।
রবিবার (২৫জুন) সিদ্ধিরগঞ্জ সাইলো আওয়ামী লীগ কার্যালয়ে অ্যাডভোকেট খোকন সাহার সুস্থতার জন্য দোয়া আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য মোঃ রমজান আলী, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ বেপারী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহীদ পারভেজ, আঞ্চলিক শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নেত্রী সুমি বেগম, বাস্তববাদ মহিলা লীগ নেত্রী রুপালি আক্তার,আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।