সিদ্ধিরগঞ্জে রাজউকের অভিযানে ১১ লক্ষ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ মোঃ ফারুক হোসেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশার বাহিরে বাড়ি করার অভিযোগে দুটি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজউকউন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া এক বাড়ির মালিককে তিন লক্ষ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ডিসেম্বর ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াহ ইয়া খান বলেন, ও শাহাদাত হোসেন কে দুই লক্ষ টাকা এবং সমিতির বিল্ডিং এ তিন লক্ষ টাকা জরিমানা নামে তিন ব্যক্তির বাড়ির বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় এবং নাছির নামে এক বাড়ির মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা এবং আনিসুর রহমানকে ২লক্ষ টাকা করা হয়েছে। এরা রাজউকের অনুমতি দেওয়া নকশার বাহিরে কাজ করেছেন যা সম্পূর্ণ আইনত দন্ডনীয় অপরাধ। তাই আমরা তাদের বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। সেই সঙ্গে ৪জনকে অর্থদণ্ড প্রদান করেছি।

তিনি আরো বলেন, যদি তারা ভবিষ্যতে আবার এই অপরাধ করেন তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *