সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের কলাবাগ এলাকার কৃতি সন্তান সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধানের পরিবারসহ একাধিক ব্যাক্তি ও পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানি কর পোস্ট দেয়ায় অত্র এলাকার বখাটে বঙ্গলায়ন নামধারী আল মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১৫ ই মার্চ রাতে আবদুল মতিন প্রধান, আলী আকবর খান, আশ্রাফউদ্দিন প্রধান, খোরশেদ আলম ডলার,আবু জাফর প্রধান, আহসান প্রধান ও হামিদুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানায়ায়, নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমানসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে ফটোসেশন করে নিজেকে বঙ্গলায়ন পরিচয় দিয়ে সিদ্ধিরগঞ্জ কলাবাগ এলাকার বখাটে আল মাহমুদ সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল ও কলেজের মেয়েদের প্রতিনিয়ত ইভটিজিং ও হয়রানি করছে । এছাড়াও সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আবদুল মতিন প্রধানের পরিবারসহ একাধিক ব্যাক্তি ও পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানি কর পোস্ট দেয়ায় তার পরিবারকে সামাজিক ভাবে বিষয়টি অবহিত করলেও তারা কোন কর্নপাত না করায় বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, কিছুদিন পুর্বে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল ও কলেজের মেয়েদের ইভটিজিং করার সময় হাতেনাতে স্কুলের অবিভাবক প্রতিনিধি রহিম উদ্দিনের কাছে ধরা পরে এবং উত্তম মাধ্যম দিয়ে তার অবিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এসময় স্কুলের শিক্ষক, অবিভাবক ও শিক্ষার্থীদের নিকট ক্ষমা চেয়ে ভষিৎতে আর এ ধরনের কাজ করবেনা বলে মুচলেকা দিয়ে পার পেয়ে যায়। পরবর্তীতে স্কুলের অবিভাবক প্রতিনিধি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করে যা মানহানি ও বিব্রতকর।
নাসিক ৫নং ওয়ার্ড এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও রেবতী মোহন স্কুলের শিক্ষদের সাথে কথা বলে জানাযায়, বখাটে বঙ্গলায়ন আল মাহমুদ নিজেকে বিভিন্ন ব্যাক্তির লোক পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে এবং স্কুল ছুটির পরে মেয়েদের উত্যাক্তসহ ইভটিজিং এর মতো অপরাধ করছে। একবার তাকে হাতেনাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হলেও তার চরিত্রের কোন পরিবর্তন হয়নি। তার বিরুদ্ধে এলাকায় মোবাইল ফোন চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী বলেন, এখনই যদি এই বখাটে প্রতারক বঙ্গলায়ন আল মাহমুদ কে থামানো না যায় তাহলে সে আরো বেপরোয়া হয়ে যাবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রেবতী মোহন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবক প্রতিনিধিরা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, সিদ্ধিরগঞ্জ কলাবাগ এলাকার বখাটে বঙ্গলায়ন নামধারী আল মাহমুদের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক আইনানুগ ব্যাবন্থা গ্রহন করা হবে।