সিদ্ধিরগঞ্জে স্ত্রীর মামলায় যৌতুক লোভী স্বামী শফিকুল গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী শফিকুল হক ও তার বাবা আবদুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছে নির্যাতিত স্ত্রী মোসাম্মৎ মৌসুমী রহমান (৩১)। পুলিশ অভিযুক্ত স্বামী শফিকুল হক (৩৫) কে বৃহস্পতিবার (২৫ মে) রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শফিকুল হক সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৫নং ওয়ার্ড ওমরপুর এলাকার আব্দুল হক মেম্বারের পুত্র।
মামলায় উল্লেখ্য করা হয়, ২০১৭ সালে পারিবারিক ভাবে বাদী মৌসুমী রহমানের সাথে গ্রেফতারকৃত শফিকুল হকের বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৩ লাখ টাকা, স্বর্নালংকারসহ ঘড় সাজানোর জন্য বিভিন্ন আসবাবপত্র দেওয়া হয়। তারপরও বিয়ের পর থেকে গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বাদী কে তার পিত্রালয় থেকে যৌতুক বাবদ আরো ৩০ লক্ষাধিক টাকা নিয়ে আসার জন্য প্রায় সময় নির্যাতন করে আসছিলো। সর্বশেষ চলতি মাসের ২৪ তারিখ সকাল ১১ টার দিকে স্বামী শফিকুল হক বাদী কে দাবীকৃত ৩০ লক্ষাধিক টাকা পিত্রালয় থেকে এনে দেওয়ার জন্য বাদীর পিত্রারয় গিয়ে মারধর করে । পরবর্তীতে বাদী মৌসুমী রহমান নির্যাতন সহ্য করতে না পেরে ২৫ মে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে স্বামী শফিকুল হক ও তার বাবা আব্দুল হক মেম্বারকে আসামী করে মামলা দায়ের করেন যার নং সি,আর ৫১১/২৩। আদালত মামলা আমলে নিয়ে স্বামী শফিকুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও তার বাবার বিরুদ্ধে সমন জারি করেন।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার শংকর বৃহস্পতিবার ২৫ মে রাতেই আসামী শফিকুল হককে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক শংকর জানায়, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে স্বামী শফিকুল হক কে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *