সিদ্ধিরগঞ্জে ১০ তলা নির্মাণাধীন ভবনের পিলার ধ্বসে পড়ে এক শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে (নাসিক) ১ নং ওয়ার্ড শামসুল হক স্কুলের সাথে ১০ তলা বিল্ডিং এ একটি নির্মাণাধীন ভবনের পিলার ধসে পরে মো. আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২সেপ্টম্বর) রাত ৭টায় মিজমিজি পাইনাদী নতুন মহল্লায় এ ঘটনা ঘটেছে।

এই বিল্ডিংটি মূলত সমিতির মাধ্যমে করা এর মালিক ১৮ জন সদস্য। এই বিল্ডিং কন্টাকটার আরো দুটি বিল্ডিং এ কাজ করার সময় দুজন লোক মারা যায় সে মামলায় বর্তমানে তিনি জেল হাজতে আছেন। কন্টাক্টর ও মালিকের কাজের সেফটির কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী বলেন আপনারা ভালো করে সেফটি দিয়ে কাজ করেন তার কোন কথাই তারা পাত্তা দেয় নাই। তিনি বলেন প্রয়োজনে নতুন টিন লাগিয়ে দেন তাও তারা নতুন টিন লাগিয়ে দেন নাই। তারপরেই আজ এই দুর্ঘটনা হারালো একটি বাবা তার সন্তান আব্দুল্লাহকে।

বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, নিহত শিশু ওই এলাকার শরিফুলের ছেলে।পরিদর্শক মো.মোজাম্মেল হক আরো জানান, নির্মাণাধীন ১০তলা ভবনের (৮তলার) পিলার ধসে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ সেখানে গিয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুর পরিবার যদি চায় তাহলে আমরা মামলা নিবো।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন,এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *