সিদ্ধিরগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাসী হামলায় নিহতের স্মরণে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা হাজী মনিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে আগস্ট শনিবার দুপুর ২টায় শিমরাইল তাজ জুট মিলস সংলগ্ন মাঠে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহিদদের স¦রনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় আওয়ামীলীগ নেতা হাজী মনিরুল ইসলাম বলেন ২১আগস্ট গ্রেনেড হামলা করে ঘাতকরা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাঁর হাতকে আরো শক্তিশালী করার জন্য সব কিছু ভুলে এক সাথে কাদেঁ কাধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিএম আমির হোসেন , থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রমজান আলী , আওয়ামীলীগ নেতা সিদ্দিক মাদবর, সাবেক ছাত্রলীগ নেতা গিয়াসউদ্দিন তুহিন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর প্রধান, মনির হোসেন , শাকিল জিমি, মিন্টু প্রমুখ। পরে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিমরাইল উত্তরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা দ্বীন ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *