নিজস্ব সংবাদদাতা :
সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান করে ৩৩ বোতল বিদেশী মদ সহ আসামী সাইদুল ইসলাম সিয়াম (১৩)কে গতকাল রাতে গ্রেফতার করেছে।
সিয়াম ফরিদপুর জেলার কোতয়ালী থানার অম্বিকাপুর গ্রামের সেলিম রেজার ছেলে।মাদকের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে আসছিল। সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ এবং ঢাকার আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।