নিজস্ব সংবাদদাতা ঃ
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে (২২জুন বুধবার)ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমীর খসরু অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন ক্রাইম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ হাফিজুর রহমান মানিক পুলিশ পরিদর্শক মোঃ আবু বক্কর সিদ্দিক অপারেশনসহ সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত পুলিশ অফিসার এবং সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত, কাউন্সিলর সংরক্ষিত আসনের ৪.৫.৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম,১০নংওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন সহ মুক্তিযোদ্ধা সুশীল সমাজ সাংবাদিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ ব্যবসায়ী চাকরি স্থানীয় বাড়ির মালিক এবং সাধারণ জনগণ।
প্রধান অতিথি মোঃআমীর খসরু বলেন, আপনারা আপনাদের নিজ নিজ এলাকার অন্যায়ের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চেষ্টা করব সব সময় আপনাদের পাশে থাকতে। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ পুলিশ সর্বদায় সক্রিয় ভূমিকায় ছিল আছে এবং থাকবে আপনারা আপনাদের নিজ নিজ এলাকার সকল অন্যায়ের তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন।
সমাপনী বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার পক্ষ থেকে আমরা অনেক অভিযান পরিচালনা করছি এর বিরুদ্ধে এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখব আমরা চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকতে।
এসময় আগত অতিথি বাংলাদেশ পুলিশের সিদ্ধিরগঞ্জ থানার ওসি, অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন ক্রাইম মোহাম্মদ আমির খসরু এবং প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে তাদের নানামুখী সমস্যা উপস্থাপন করেন।