সোনারগাঁয়ে বস্তায় ভর্তি অবস্থায় সাবেক চিটাগাং রোড মাইক্রো স্ট্যান্ডের চালকের লাশ উদ্ধার ।

নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ার হাইওয়ের সংযোগ বেইলর রাস্তার পাশ থেকে বস্তায় ভর্তি মো. মোস্তফা নামে এক বাস চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মো. মোস্তফা ফেনী জেলার দাগনভূঁয়া থানার নয়নপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেইলর এলাকার এশিয়ান হাইওয়ের সংযোগ রাস্তার পাশে বস্তা ভর্তি একটি লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসীর খবর পেয়ে তার সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ’র নেতৃত্বে পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত মো. মোস্তাফার লাশের পরিচয় সনাক্ত করার পর নিহতের পরিবারকে খবর দেয় পুলিশ। 

পুলিশের ধারণা গত -৪-৫ দিনে আগে দুর্বৃত্তরা বাস চালক মো. মোস্তফাকে হত্যা করে লাশটি বস্তায় ভর্তি করে বেইলর রাস্তার পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *