স্কুল কলেজ ফাঁকি দিয়ে ইউনিফর্ম সহ ঘুরতে আসলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে। —ওসি মশিউর রহমান

নিজস্ব সংবাদদাতা ঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে আসা শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠালেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।

৭ই জুন মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানের নেতৃত্বে লেকের পাড়ে ভাংগার পুল থেকে নাভানা সিটি অংশ পর্যন্ত সচেতনতামূলক এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক ও পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিক।

ওসি মশিউর রহমান বলেন, স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত যেসকল শিক্ষার্থীদের ঘুরাঘুরি করতে দেখি তাদেরকে ডেকে এনে ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি করতে নিষেধ করি।

ঘুরতে হলে বিকেলে পরিবারের লোকজন নিয়ে সাধারণ পোশাকে আসতে বলি। যে সকল শিক্ষার্থীদের চুলের বাহারি কাটিং দেখতে পাই তাদেরকে সেলুনে গিয়ে সেগুলো কেটে ফেলতে বলি।
তিনি আরো বলেন, ভবিষ্যতে যদি আবারও তাদেরকে স্কুল-কলেজের সময়ে লেকে ঘুরাঘুরি করতে দেখি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে শিক্ষার্থীদের কলেজের সময় শেষ হয়ে যাওয়ায় বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *