সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুর কান্দিপাড়া এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব১১।
বিষয়টি আজ দুপুরে নিশ্চিত করেছেন মোহাম্মদ রিজওয়ান সাঈদ জিকু সিনিয়র এএসপি – র্যাব ১১,আদমজীনগর নারায়ণগঞ্জ ।
রবিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুর কান্দিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির ফার্মের ভিতর থেকে এক হাজার একশত ফেনসিডিল বোতল সহ এই এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মোঃ ফাহিম (২৪) মাছিমপুর,এলাকার মো.ফায়েজ উদ্দিন এর ছেলে এবং মো.এমদাদুল হক (২৮) লোকমান হাকিমের ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ফাহিম (২৪)এবং মোহাম্মদ এমদাদুল হক (২৮)পেশাদার ব্যবসায়ী, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।