ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত সিদ্ধিরগঞ্জ ৫ নম্বর ওয়ার্ড।৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরুদ্দিন মিয়া নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচী করা হয়েছে। মঙ্গলবার (১২সেপ্টেম্বর) বিকেলে এই ওয়ার্ডের সকল অলিতে-গলিতে মশার ওষুধ ছিটানো হয়।
তাদের নির্দেশ মোতাবেক মশার ওষুধ, স্প্রে ও ফগার মেশিন দিয়ে ৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে কর্মসূচি করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরুদ্দিন মিয়া, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি মোঃ কাইয়ুম,মোহাম্মদ মোঃ আলেক,মোঃ সালামত উল্লাহ মোঃওমর সহ অন্যান্যরা।
এর আগে এমপি শামীম ওসমান ডেঙ্গু প্রতিরোধে ৫ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চালানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, নাসিকের ২৭ টি ওয়ার্ডে অয়ন ওসমান তার নিজ অর্থায়নে এই মশক নিধন কর্মসূচিতে মশার ঔষধ ছিটান।