নিজস্ব সংবাদদাতা ঃ
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় মিম আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী আহত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) সকাল ১০ টার দিকে চাষাঢ়া রেল ক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আহত কলেজ ছাত্রী নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী । আহত মীম স্বপরিবারে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছে ।
চাষাঢ়া রেল স্টেশনের মাষ্টার খাজা সুজন জানান, ওই কলেজ ছাত্রী কার সাথে যেনো মোবাইলে কথা বলতে বলতে বেখালিভাবে চাষাড়া রেল ক্রসিং পার হচ্ছীলো,এসময় নারায়ণগঞ্জ রেল স্টেশন থেকে সকাল ৯ টা ৫৮ দিকে ঢাকার কমলাপুরের উদেশ্য ছেড়ে আসা একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে আহত হয়।পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেয়া হয়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ জানান, ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পেছনের দিকে ও থুতনিতে আঘাত পেয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।