শহিদুল ইসলাম খোকন : মতলব উত্তর উপজেলার মুক্তির কান্দি ও গোপাল কান্দিতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দফায় দফায় হামলা হয়েছে। গত ১৩ জুলাই এ ঘটনা ঘটে। এতে ৩ জন গুরতর আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার গোপাল কান্দি গ্রামের রানা আহম্মেদ রফিকের ছেলে রাকিব প্রধান, আবুল হোসেনের ছেলে বেলাল ও মৃত ছমির উদ্দিন মোল্লার ছেলে জয়নাল আবেদিন মোল্ল ।
এ বিষয়ে হামলায় আহত রাকিবের পিতা রানা আহাম্মেদ রফিক বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপাল কান্দি গ্রামের মনির হোসেন ও জয়নাল আবেদিন মোল্লা একই ওয়ার্ডে গত ইউপি নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করেন। এতে রানা আহাম্মেদ রফিক জয়নালের সর্থক ছিল। নির্বাচনে মনির হোসেন জয়লাভ করে।তাই রফিকের প্রতি ক্ষিপ্ত ছিল মনির হোসেনের সমর্থকরা। সেই জের ধরে ও মাদক বিক্রিতে বাধা দেওয়ার জের ধরে বিবাদী গোপাল কান্দি গ্রামের মো. মনির হোসেন , তার ছেলে কামাল হোসেন , ও মোঃ শরীফ , জমির হোসেনের ছেলে মেহেদী, কাবিলের ছেলে রাজিব, আলী হোসেনের ছেলে শুকুর , আব্দুস শুকুর আলীর ছেলে শাওন, আব্দুল আউয়ালের ছেলে . শাহ আলম, মৃত জাফর বেপারির ছেলে . জর্জ মিয়া ও মুক্তির কান্দি গ্রামের মুছলিম ছৈয়ালের ছেলে ইব্রাহিম সহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন মিলে গত ১ত জুলাই রাতে রাকিব প্রধানকে একা পেয়ে সকল বিবাদীরা অতর্কিত হামলা করে। এতে তার দুই পায়ের বিভিন্নস্থানে কাটা রক্তাক্ত জখম করে। স্থানীয় চিকিৎসা শেষে বাড়ি ফিরলে বেলা ১১ টার দিকে বিবাদীরা পুনরায় অতর্কিত আক্রমন করে রাকিব,জয়নাল আবেদিন মোল্লা ও বেলালকে বুকে, পিঠে, ঘাড়ে ও মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে রড ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে।