সিদ্ধিরগঞ্জে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের তাতঁখানা ভুইয়াপাড়া এলাকায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে…

নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন

ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা দুই মামলায় নিউমার্কেট থানা যুবদলের সভাপতি আমির হোসেনসহ বিএনপির ১৪ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ বিষয়ে করা আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। গত ২১ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ দুটি মামলা করে। মামলা দুটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে আগামী ৭ জুন তারিখ নির্ধারণ করে দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুভ্রা চক্রবর্তী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন। গত ২০ এপ্রিল রাতে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। তার মধ্যে একটি বিস্ফোরক এবং অপরটি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়। মামলা দুটিতে নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।